নেদারল্যান্ডের অ্যামস্টারডামে উন্মোচিত হলো বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি সেতু। রোবোটের মাধ্যমে মুদ্রণ করা হয়েছে পুরো সেতুটি এবং পুরো সেতুটি জুড়ে রয়েছে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত সেন্সর নেটওয়ার্কে।
যার মাধ্যমে এতে চলাচলরত সবকিছু পর্যবেক্ষণ করতে পারবে সেতুটি। এছাড়াও যানবাহন,পথচারী,ওজন,তাপমাত্রা ইত্যাদি তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম হবে।
এবং এসব তথ্য ভবিষ্যতে সেতুর অবকাঠামোগত মান উন্নয়নে ব্যবহার করা হবে।সেতুটি তৈরি হয়েছে অ্যালান ট্যুরিং ইনস্টিটিউটের ডেটা-সেন্ট্রিক ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে। এবং এটির নকশা তৈরি করেছেন জরিস লারমান ল্যাবস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন