স্বপ্নের ডানাগুলো

স্বপ্নের ডানাগুলো
MostPlay

স্বপ্ন, আশা, প্রত্যাশা ও চাওয়া

একই সূত্রে গাঁথা

যতদিন এ রঙিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকে

ততদিন লাল নীল ৭টি রঙের নানা স্বপ্নগুলো বিচরন করতে থাকে ।

স্বপ্নের ডানাগুলো এলামেলোভাবেই থাকে 

কখনো নরম, কখনো গরম, কখনোবা ভেজা অসহায়

যত দূরে  নীল আকাশে উড়তে চায়, তত যেন কোথা থেকে বেদনা এসে বাঁধা দেয়

পারেনা উড়তে, পারেনা ডানা মেলতে, পারেনা তখন রঙিন আকাশ দেখতে । 

তবুও স্বপ্ন নিয়েই বেঁচে থাকে সবাই

তুমি আমি ও আমরা 

স্বপ্নের ডানাগুলো মলিন হয় যখন, আমি তখন অসহায়

পৃথিবী তখন অর্থহীন, বড় অবেলায় ফুটানো বেলুনের মত ।

মন্তব্যসমূহ (০)


Lost Password