মুলাদীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় কর্মহীন দরিদ্রদের মাঝে দোকান ঘর ও ভ্যান বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস ১০জন দরিদ্রকে ভ্যান গাড়ি এবং ৩ জনকে দোকান ঘর বিতরণ করেন।উপজেলা সমাজসেবা অফিস থেকে তিনজনকে দোকান ঘরসহ ৫০ হাজার টাকার মালামাল এবং উপজেলা প্রকল্প অফিস থেকে দশ জনকে ভ্যান গাড়ি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা হানিফ সিকদার, চরকালেখান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মোহসীন উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা এমদাদ খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। হতদরিদ্র পরিবারগুলো দোকানঘর ও ভ্যান গাড়ি পেয়ে প্রধানমন্ত্রীসহ উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন