যুক্তরাষ্ট্রে ১১ দিন স্থগিত রাখার পর আবারও জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। স্থানীয় সময় শুক্রবার বিকেলে সিডিসির উপদেষ্টা প্যানেলের সুপারিশের পর সিডিসি এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসনের টিকার স্থগিতাদেশ তুলে নেওয়ার কথা জানায়। এর আগে, এই টিকা ব্যবহারের পর কিছু রোগীর রক্ত জমাট বাঁধার অভিযোগে এর প্রয়োগ স্থগিত করা হয়েছিল।
ঠিক একই কারণে ইউরোপেও এই টিকার প্রয়োগ বন্ধ রাখা হয়। তবে এক সপ্তাহ পর আবারও টিকাটির অনুমতি দেয় ইউরোপ।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। ৮০ লাখ মানুষকে একডোজের এই টিকাটি দেওয়ার পর ১৫ জনের রক্ত বিপজ্জনক মাত্রায় জমাট বাঁধে বলে অভিযোগ ওঠে। এর মধ্যে তিনজন মারা যায় এবং সাতজন এখনও হাসপাতালে।
শুক্রবারের সভায়, মার্কিন সরকারের উপদেষ্টা বোর্ড পার্শ্বপ্রতিক্রিয়ার সামান্য ঝুঁকির চেয়ে জনস্বাস্থ্য রক্ষার জন্য টিকাটির ব্যবহার বেশি জরুরি বলে মনে করছে। তাই সিডিসির পরামর্শক প্যানেলে ১০-৪ ভোটে এই পুনর্ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এই সিদ্ধান্তের ফলে জেঅ্যান্ডজের নেদারল্যান্ডসের কারখানা নেওয়া এক কোটি ডোজ টিকা দেশটিতে আবার প্রয়োগ শুরু হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন