তৃতীয় লকডাউনে আবারও বন্ধ ফ্রান্সের স্কুল

তৃতীয় লকডাউনে আবারও বন্ধ ফ্রান্সের স্কুল
MostPlay

করোনাভাইরাসের সংক্রমণরোধে তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সকল স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর বিবিসির।বুধবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা নার্সারি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো তিন সপ্তাহের জন্য বন্ধ রাখছি।’ তিনি বলেন, ‘আমরা যদি এখনই পদক্ষেপ না নিই তাহলে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব।’

ভাষণে তিনি ফ্রান্সের করোনা পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ বলে বর্ণনা করেন এবং এপ্রিল মাসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।ম্যাক্রো বলেন, এটি একদিকে ভ্যাকসিন দেয়া ও অন্যদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের প্রতিযোগিতা।ফ্রান্সে মার্চের শুরুর দিকে বেশ কিছু অঞ্চলে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপিত হয়েছিল। এপ্রিল থেকে তা বর্ধিত করে পুরো দেশব্যাপী কার্যকর করা হলো।

ম্যাক্রোঁ বলেন, ১৯ জেলায় এ মাসের (মার্চ) শুরুর দিকে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা দেশব্যাপী আরোপিত হবে। এসবের মধ্যে রয়েছে নিত্য-প্রয়োজনীয় নয় এমন দ্রব্যের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কোনো ব্যক্তির বাড়ির ১০ কিলোমিটারের মধ্যে শরীরচর্চার জায়গা সীমিতকরণ ও বিশেষ কারণ ছাড়া দেশের অন্য কোথাও ভ্রমণে নিষেধাজ্ঞা।

এছাড়া পুরো ফ্রান্স জুড়ে সন্ধ্যা ৭:০০টা থেকে ভোর ৬:০০টার পর্যন্ত কারফিউ জারি থাকবে। ম্যাক্রোঁ জানান, ইস্টার উপলক্ষে ছুটি দেয়া হবে যেন মানুষজন তাদের পছন্দমতো জায়গায় গিয়ে লকডাউন কাটাতে পারে।

ফ্রান্সের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীদের সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে আরও ৫৯ হাজার ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্সে এ পর্যন্ত ৪৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৪৯৫ জনের। আক্রান্তের সংখ্যায় বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password