করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

আগামীকাল শেষ হতে যাচ্ছে করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম। আর ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। এছাড়া শিগগিরই দেশে আরো টিকা আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।বৈঠক শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, লকডাউনের নির্দেশনা সবাইকে কঠোরভাবে মানতে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করতে হবে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বইমেলায় কঠোরভাবে নিয়ম মানা হচ্ছে। যদি নিয়ম মানার ব্যতয় হয় তাহলে সরকার নতুনভাবে চিন্তা করবে। গণপরিবহনসহ যদি কেউ সরকারের নির্দেশনা অমান্য করে তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password