ঝিনাইদহে ১২৩ ফুট উঁচুতে স্থান পাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

ঝিনাইদহে ১২৩ ফুট উঁচুতে স্থান পাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

ঝিনাইদহে ১২৩ ফুট উচ্চতায় স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। বুধবার বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি উদ্বোধন করা হয়েছে। এত বেশি উচ্চতায় কোনো রাষ্ট্রনায়কের ভাস্কর্য স্থাপন বিশ্বে এটিই প্রথম বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

ঝিনাইদহের বারোবাজারের শমসের নগরের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজে স্থাপন হতে যাওয়া এ ভাস্কর্যের নাম দেয়া হয়েছে ‘The Statue of Speech & Freedom’। এটির ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা।

জাতির পিতার জন্মের ১০০ বছর এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ভাস্কর্যটির মূল বিষয়বস্তু হিসেবে ধরা হয়েছে। ভাস্কর্য সম্বলিত টাওয়ারে আরো থাকছে বঙ্গবন্ধু জাদুঘর, গবেষণাগার, ছাত্র সংসদ, প্রজন্ম ৭১ অফিস, ক্যাফেটোরিয়া ও ক্লাব।

ভাস্কর্য ও জাদুঘর বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, কলেজের সভাপতি ড. রাশেদ শমসেরসহ আয়োজকরা। তারা জানান, বঙ্গবন্ধু জাদুঘরের জন্য ২০টি আবক্ষ ভাস্কর্য এবং ‘The Statue of Speech & Freedom’  এর মূল নকশা অনুযায়ী সব কার্যক্রম কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password