দিব্যি সুন্দর, ঝাঁ চকচকে রাস্তার যে হঠাৎই এমন হাল হবে তা বোধহয় স্বপ্নেও কম্পনা করতে পারেননি কেউ । হঠাৎই হাসপাতালের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায় বিশাল গর্ত হয়ে রাস্তা ধ্বসে যায় । প্রচুর গাড়ি তলিয়ে যায় ওই গর্তে । তবে ভাগ্য ভাল থাকায় কোনও জীবনহানির মতো ঘটনা ঘটেনি । বা আরও বড় কোনও ক্ষয়ক্ষতিও এড়ানো গিয়েছে ।
ঘটনাটি ঘটেছে ইতালির ন্যাপলেস শহরে গত শুক্রবার । ওই শহরেই করোনা ভাইরাসের জন্য নির্দিষ্ট একটি হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্র বলছে, প্রায় ৫০০ স্কয়্যার মিটার এলাকা বা ৫,৪০০ স্কয়্যার ফুট এলাকা জুড়ে ওই গর্ত তৈরি হয়েছে । বিশাল ওই গর্তের মধ্যে নিমেষে তলিয়ে গিয়েছে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একাধইক গাড়ি । তবে কোনও জীবনহানির ঘটনা ঘটেনি ।
ইতালির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়ি গুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । তবে ওই গর্তের জেরে হাসপাতালে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ফলে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয়েছে । গত বছর গোটা বিশ্বে করোনা আছড়ে পড়ার পর ইতালির অবস্থা হয়েছিল ভয়াবহ । কিন্তু এখন আর মাত্র ৬ জন করোনা রোগী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন