৩ বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ হলো বিশ্ববাজারে।

৩ বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ হলো বিশ্ববাজারে।
MostPlay

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তেই আছে।  এই মূল্য বৃদ্ধি গত দেড় মাস ধরে বাড়তেই রয়েছে। ২০১৮ সালের পর থেকে এটিই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। 

বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ানোর জোড় তাগিদ রয়েছে। কিন্তু তেল রপ্তানিকারক দেশের তেলমন্ত্রীরা এখনো তেলের সরবরাহ নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি।

বিশ্ববাজারে প্রতি ব্যারেল ক্রুড ওয়েল বিক্রি হচ্ছে ৭৫ ডলার ১৬ সেন্টে। গত দেড়মাস থেকে মূল্য বৃদ্ধি পেতে পেতে দাম এখানে এসে ঠেকেছে। বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়তে বাড়তে করোনার পূর্ববর্তী সময়ের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password