ছেলের কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলনা বৃদ্ধ বাবার

ছেলের কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলনা বৃদ্ধ বাবার

খুলনা মাগুরার মহম্মদপুর উপজেলায় ছেলের কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলনা দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ বাবা মনোরঞ্জন বিশ্বাস (৭৩)। বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মাঝিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে মনোরঞ্জন বিশ্বাসের নাতি ছেলে সৌরভ (৮) মোবাইল কেনার জন্য বায়না ধরে। সৌরভের পিতা অশোক ও মাতা বিথীকা রানী বিশ্বাস তাকে মোবাইল কিনে দিতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়। পরে সৌরভ তার দাদার কাছে মোবাইল কেনার কথা বললে দাদা মনোরঞ্জন বিশ্বাস তাকে মোবাইল কিনে দিতে রাজি হয়।

পরে মনোরঞ্জন বিশ্বাস তার ছেলে অশোককে ডেকে সৌরভকে মোবাইল কিনে দিতে বলে। মোবাইল কেনার টাকাও দাদা মনোরঞ্জন বিশ্বাস দিতে চান। কিন্তু লেখাপড়ার ক্ষতি হবে বলে অশোক তার বাবাকেও জানিয়ে দেন মোবাইল কিনে দেওয়া যাবে না।

এ কারণে বৃদ্ধ বাবা মনোরঞ্জন বিশ্বাসের সঙ্গে ছেলে অশোকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের কাছে ক্ষমা চাইলেও অশোক তার বাবাকে গলা ধাক্কা দিয়ে ঘরের বারান্দা থেকে নিচে ফেলে দেয়। তিনি মাথায় ও কপালেসহ শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম নহাটা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার (ওসি) নাসির উদ্দীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। পরে বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password