অলিম্পিকের ফুটবলে নতুন রেকর্ড গড়লেন নেদারল্যান্ডের স্ট্রাইকার

অলিম্পিকের ফুটবলে নতুন রেকর্ড গড়লেন নেদারল্যান্ডের স্ট্রাইকার

মঙ্গলবার (২৭ জুলাই) মেয়েদের অলিম্পিক ফুটবলে চীনকে ২-৮ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অরেঞ্জরা। চিনের বিপক্ষে বিশাল এই জয়ের দিনে নেদারল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন অরেঞ্জ স্ট্রাইকার ভিভিয়ান্নে মিয়েদেমা। আর তাতেই তিনি লিখেছেন অলিম্পিকের নতুন রেকর্ড।

৮ গোল করে অলিম্পিকে মেয়েদের ফুটবলের এক আসরের সর্ব্বোচ্চ গলোদাতা হয়ে গেছেন আর্সেনালের ভিভিয়ান্নে মিয়েদেমা। দেখার বিষয় মিয়েদেমা শুধু ৮ গোল করেই থেমে যাবেন! সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ৮ গোল করতে তিনি মাত্র খেলছেন ৩ ম্যাচ। এতদিন এই রেকর্ডটি ছিল কানাডার হয়ে ৬ গোল করা ক্রিস্টিনে সিনক্লেয়ারের দখলে। শুধু অলিম্পিকে নয় নেডারল্যান্ডের সর্ব্বোচ্চ গোলাদাতাও ভিভিয়ান্নে মিয়েদেমা। ৯৯ ম্যাচে তার নামের পাশে এখন ৮১ গোল।

কোয়াটারে নেদারল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী যুক্তরাষ্ট্র আগামী ৩০ জুলাই ‘জি’ গ্রুপের দ্বিতীয় দলটির সঙ্গে মুখোমুখি হবে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় নিশ্চিত করতে হলে নেদারল্যান্ডের হয়ে জ্বলে উঠতে হবে ভিভিয়ান্নে মিয়েদেমাকে। ফর্ম ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্র বাধা পার হয়ে যেতে পারে ডাচরা। সেমিফাইনালে উঠলে তাদের প্রতিপক্ষ হতে পারে কানাডা কিংবা ব্রাজিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password