ঐক্যবদ্ধও হচ্ছে মধ্যপ্রাচ্য, অবশেষে ইরানের পাশে দাঁড়াল ওমান

ঐক্যবদ্ধও হচ্ছে মধ্যপ্রাচ্য, অবশেষে ইরানের পাশে দাঁড়াল ওমান ঐক্যবদ্ধও হচ্ছে মধ্যপ্রাচ্য, অবশেষে ইরানের পাশে দাঁড়াল ওমান

ইরানের পাশে দাঁড়াল ওমান। মার্কিন বিমান হা’ম’লা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সো’লা’ইমানিকে হ’ত্যা’র ঘটনায় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে স’মবেদনা জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি। সোলাইমানি নিহ’তের ঘটনায় ইরানের সরকার ও জনগণকে শো’ক ও স’মবেদনা জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল শনিবার রাতে মুহাম্মদ জাওয়াদ জারিফকে টেলিফোন করেন ইউসুফ। সে সময় দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনা নিয়ে আলোচনা করেন।

জানা যায়, ট্রাম্পের নির্দেশে মার্কিন বিমান হা’ম’লায় সো’লাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আল-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহ’ত হয়েছেন। নিহ’তদের মধ্যে পাঁচজন ইরাকের এবং অপর পাঁচজন ইরানের।

এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে জেনারেল সো’লাইমানিকে হ’ত্যা’র নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ ধরনের ঘৃ’ণ্য পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনার ঝ’ড় বইছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password