লকডাউনে বন্ধ হল ও সিনেমার শুটিং তবে চলবে নাটকের শুটিং

লকডাউনে বন্ধ হল ও সিনেমার শুটিং তবে চলবে নাটকের শুটিং
MostPlay

করোনাভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আজ থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। এই লকডাউনের মধ্যে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে না। প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউনে দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে, হল বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে সিনেমার সকল শুটিং। করোনাভাইরাসের কারণে গত কয়েক ঈদের মতো সামনের কোরবানির ঈদেও সিনেমা হলে নতুন ছবি মুক্তি না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সিনেমা মুক্তি পাওয়ার কারণে বেশ কয়েকটি ছবি মুক্তির জন্য জমে আছে। এমনিতেই আমাদের দেশে সিনেমা হল সকংট দেখা দিয়েছে এর মাঝে এতগুলো সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করছে। সিনেমার এই জট নিয়ে খুব দুশ্চিন্তায় আছে সিনেমা সংশ্লীষ্টরা।

সিনেমার শুটিং বন্ধ থাকলেও নাটক সংশ্লিষ্টরা যদি নিজেদের ব্যবস্থাপনায় শুটিং করতে পারেন, তা হলে সংগঠনগুলোর কোনো আপত্তি থাকবে না বলে জানা গেছে। তার মানে চাইলে নিজ ব্যাবস্থায় সীমিত পরিসরে নাটকের শুটিং করা যাবে। তবে ছোট পর্দার অনেক তারকাই শিডিউল দেওয়া সত্ত্বেও লকডাউনের মধ্যে শুটিংয়ে অংশ নেবেন না বলে শোনা যাচ্ছে। এর মধ্যে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশাসহ অনেকেই শুটিং থেকে নিজেদের বিরত রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password