আফগানিস্তানকে দেওয়া ভারতের এট্যাক হেলিকপ্টার দখল নিলো IEA

আফগানিস্তানকে দেওয়া ভারতের এট্যাক হেলিকপ্টার দখল নিলো IEA
MostPlay

২০১৯ সালে আফগান সেনাবাহিনীকে উপহার দেওয়া ভারতের ব্যবহৃত(রাশিয়ার তৈরী) MI-24(S-123) এট্যাক হেলিকপ্টার দখল নিয়েছে IEA সদস্যরা। আফগানিস্তানের কুন্দুজ এয়ারবেজ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর সেখান থেকে হেলিকপ্টারটি IEA দখল করে। আফগান আর্মি এই এয়ারবেজ ছেড়ে চলে যাওয়ার সময় বেশ কিছু সামরিক সরন্জাম ফেলে গেছে। মুলত ভারী সরন্জাম গুলোই ফেলে চলে গেছে আফগান আর্মি। তবে যেসব সরন্জাম তারা ফেলে গেছে তার বেশীরভাগই ব্যবহার অনুপযোগী করে গেছে আফগান আর্মি, যাতে IEA পরবর্তীতে এসব সরন্জাম তাদের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।

IEA এর দখলকৃত MI-24 হেলিকপ্টারটিও ব্যবহার অনুপযোগী। আফগান আর্মি এই হেলিকপ্টারের রোটর,সেন্সর, ওয়েপন সিস্টেম সহ বেশ কিছু যন্ত্রাংশ ড্যামেজ করে দিয়েছে বা নিজেদের সাথে করে নিয়ে গিয়েছে। শুধু এয়ারফ্রেমটিই রেখে গেছে তারা। সম্প্রতি কুন্দুজ এয়ারবেজ এর স্যাটেলাইট ইমেজে হেলিকপ্টারটি রোটর লাগানো অবস্থায় এক্টিভ দেখা গেলেও IEA এর হাতে আসার পর এর রোটর,সেন্সর দেখা যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password