৮৭ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি

৮৭ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি
MostPlay

আকর্ষণীয় বড়ো বড়ো সব বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে মাত্র ৮৭ টাকায়। না না গল্প নয় এটাই বাস্তব। ঘটনাটি ইতালির । সংবাদ সংস্থা সিএনএন এ প্রকাশিত খবর অনুযায়ী। ইতালির মুসমিলি শহরে ভারতীয় মুদ্রায় ৮৭ টাকা ১১ পয়সাতে পাওয়া যাচ্ছে একটি সুন্দর বাড়ি।কিন্তু এতো কম দামে ইতালির মতো জায়গায় বাড়ি পাওয়া যাচ্ছে কেন? জানা গেল বর্তমান প্রজন্ম পুরানো সহরগুলিকে ত্যাগ করতে আরম্ভ করেছে। বহু মানুষ মুসমিলি র মতো প্রাচীন শহর ছেড়ে বড়ো শহর গুলিতে চলে যাচ্ছে।

কাজেই বাড়ি গুলিকে নিলামে তুলে দিচ্ছে প্রশাসন। জানা গেছে মুসমিলি শহরের জনসংখ্যা ফের বৃদ্ধি করার জন্যই সেখানকার সরকারের এই নয়া উদ্যোগ। তবে এই ঘটনা নতুন নয়। এর আগে সিসিলির সালেমি শহরেও এই ঘটনা দেখা গিয়েছিল।
১৯৬৮ সালে ভূমিকম্পের পর এই এলাকা কার্যত জনশুন্য হয়ে যায়। তার পর সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি সরকার সরিয়ে কম টাকায় নিলামে তুলে দেন। এবং তাদের এই পরিকল্পনা সফল ও হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password