দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ৯০৮ জনের শরীরে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯০৪ জনের।
প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এর আগে ২ জুলাই এর থেকে বেশি করোনা শনাক্ত হয়, চার হাজার ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন এবং বরিশাল বিভাগে ৫ জন মারা গেছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন