রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে আন্নি আক্তার (২১) নামের এক গৃহবধূর মুখে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় গত ১৩ মে এ ঘটনা ঘটে। গৃহবধূ আন্নি আক্তার উপজেলার কুলিয়াাদি এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও যৌতুকলোভী স্বামীসহ নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। মামলা না নেওয়ায় পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ।
গৃহবধূ অভিযোগ করেন, ৩ বছর আগে উপজেলার শিমুলিয়া এলাকার মৃত নজরুল মোল্লার ছেলে মিদুল মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন মিদুল মোল্লা মাদক সেবন করে। বিয়ের পর তাদের সংসারে ১ টি কন্যাসন্তানের জন্ম হয়। প্রতিবেশী জাহিদুল ইসলাম শিমনের কু-প্ররোচনায় স্বামী মিদুল মোল্লাসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর ওপর নির্যাতন চালাত।
গত ১৩ মে দুপুরে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে তার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। গৃহবধূ আন্নি আক্তার টাকা এনে দিতে অস্বীকার করায় স্বামী মিদুল মোল্লাসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে রান্না ঘর থেকে গরম পানি এনে গৃহবধূর মুখে ঢেলে ঝলসে দেয়। পরে পরিবারের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, বাদীকে সন্ধ্যায় আসতে বলেছি। মামলা নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন