লিফটের নিচ থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

লিফটের নিচ থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার
MostPlay

টঙ্গী পশ্চিম থানার পশ্চিম গাজীপুরায় ৮ তলা আবাসিক ভবনের লিফটের গর্ত থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল হালিম পোশাক শিল্পের ওয়েস্টেজ মালের ব্যবসা করতেন। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার চাপাচিল গ্রামে। তিনি টঙ্গীর পশ্চিম গাজীপুরার তোতা মিয়ার বাড়িতে সপরিবারে দীর্ঘদিন যাবত ভাড়া থাকতেন।

বাড়ির মালিক সফিকুল ইসলাম জানান, একজন দারোয়ান শুক্রবার রাতে তাকে জানান- লিফটের নিচ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি তখন বিষয়টি তেমন গুরুত্ব দেননি। শনিবার সকাল ১০টায় তাকে আবারো দুর্গন্ধের কথা জানানো হলে তিনি লিফট খুলে দেখার জন্য দারোয়ানকে বলেন। দারোয়ান লিফট খুলে নিচে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে বাড়ির মালিককে খবর দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ শনিবার বিকালে লাশ উদ্ধার করে। 

নিহতের পরিচয় শনাক্ত করে ওই বাড়ির ৬ তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বিলকিস বেগম জানান, তার স্বামী আব্দুল জলিল গত ২ এপ্রিল স্ট্রোক করে মারা যান। এরপর তার বড়ভাই আব্দুল হালিম তাকে দেখাশুনা করার জন্য নিয়মিত এ বাড়িতে আসতেন। সর্বশেষ গত ৭ এপ্রিল সকালে তাকে দেখে চলে যাওয়ার পর আব্দুল হালিম নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে অবশেষে ওই রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিহতের স্ত্রী লায়লা বেগম জানান, কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে তারা কিছুই বলতে পারছেন না। 

এদিকে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী টঙ্গী পশ্চিম থানার এসআই কায়সার জানান, অর্ধগলিত লাশের একটি পা ভাঙা পাওয়া গেছে। লাশটি ফুলে পঁচে যাওয়ায় আর কোনো আঘাতের আলামত চিহ্নিত করা সম্ভব হয়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে লিফটের নিচে ফেলে রেখে যেতে পারে অথবা দুর্ঘটনাবশতও এ ঘটনা ঘটতে পারে। 

এ ব্যাপারে জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এটি হত্যাকাণ্ড নাকি নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ির দায়িত্বরত দুই দারোয়ানসহ ১৬ জনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password