কোভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে ইচ্ছুক ভারত সরকার

কোভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে ইচ্ছুক ভারত সরকার

এবার বাংলাদেশে কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করতে চায় দিল্লি। এরইমধ্যে এই ট্রায়ালের জন্য অর্থ বরাদ্দ করেছে মোদি সরকার। আইসিএমআর-এর সঙ্গে যৌথভাবে এই কোভ্যাকসিন টিকা তৈরি করে ভারত বায়োটেক। বিশ্বজুড়ে ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাকসিন নিয়ে সংশয় রয়ে গিয়েছে। সেই সংশয় মিটিয়ে আন্তর্জাতিক মহলে এর গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত সরকার। সম্প্রতি প্রকাশ হয়ে যাওয়া ভারতের সরকারি নথিতে এ বিষয়ে লেখা রয়েছে, “বিদেশে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলিতে কোভ্যাকসিনের গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশে এই টিকার ট্রায়ালের পরিকল্পনা করা হচ্ছে। বায়ো-প্রযুক্তি বিভাগ এবং ভারত বায়োটেকের কর্মকর্তারা যাতে বাংলাদেশে গিয়ে বিষয়টি নিয়ে দেশটির কর্মকর্তাদের কথা বলতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশে ট্রায়াল করানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রণালয়। ঢাকার অনুমতি পেলেই এই ট্রায়াল শুরু হবে।” উল্লেখ্য, ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাকসিনকে এখনও পর্যন্ত ছাড়পত্র দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও জরুরিভিত্তিতে এই টিকা ব্যবহারের জন্য ছাড়পত্রের দাবিতে সংস্থাটির কাছে আবেদন করেছে এই টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক। সেই আবেদনও একেবারে প্রাথমিক পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের নিজস্ব উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এ অনুমোদন দিয়েছে।আইসিডিডিআরবির বিজ্ঞানী কে জামান এ ট্রায়ালের প্রধান গবেষক। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে, সেই বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password