ফ্রান্সে মহামারি করোনা ভাইরাসের ‘থার্ড ওয়েভ’ আতঙ্কে নতুনভাবে লকডাউন দিলো প্যারিস। শুক্রবার, মধ্যরাত থেকে কার্যকর হয় সিদ্ধান্তটি।
রাজধানী ছাড়াও দেশের আরও ১৫টি বিভাগে জারি করা হয়েছে এ কড়াকড়ি। তবে, প্রধানমন্ত্রী জ্যঁ কাসেক্স আশ্বস্ত করেছেন, মাসব্যাপী লকডাউনে অতীতের মতো কঠোরতা থাকবে না। ঘরের বাইরে, ৬ মাইল পর্যন্ত শরীরচর্চার জন্য যেতে পারবেন অধিবাসীরা।
তবে, গুরুতর কারণ ছাড়া অন্যান্য শহরে ভ্রমণ নিষিদ্ধ। জন-গুরুত্বপূর্ণ নয়, এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। কিন্তু, খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
২৪ ঘণ্টায়, ইউরোপের দেশটিতে ৩৫ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। শুধু, প্যারিসের হাসপাতালগুলোর আইসিইউতে রয়েছেন ১২শ’ করোনা রোগী। জারি থাকবে রাত্রিকালীন কারফিউ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন