পৃথিবীতেই যে স্থানে দেখা পাবেন নরকের দরজার

পৃথিবীতেই যে স্থানে দেখা পাবেন নরকের দরজার
MostPlay

"নরকের দরজা"! নামটা শুনেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে না? তাও যার অস্তিত্ব আছে আমাদের এই পৃথিবীর বুকেই। অবিশ্বাস্য এই ঘটনাটি কিন্তু বাস্তব এবং এমন স্থান সম্পর্কেই আজকে জানবো সব বিষ্ময়কর তথ্য।

পৃথিবীর বুকেই এমন এক স্থান আছে যেখানে ২৪ ঘন্টা আগুন জ্বলছে। নিশ্চয়ই অবাক হয়ে গেলেন, অনেকে ভাবছেন কেন?  কোথায় এবং কিভাবেই হচ্ছে তা। স্থানটির অবস্থান মধ্য এশিয়ার দেশ তুর্কেমেনিস্থানে। সেখানকার কারাভূম মরুভূমির দারভাজা নামের এক গ্রামের কাছাকাছি দেখা মিলবে এই নরকের দরজার। প্রতিবছর এমন এক বিরল অগ্নিকুণ্ড দেখতে ভিড় জমান অনেক পর্যটকেরা।

রাশিয়ান অনুসন্ধানকারীরা ১৯৭১ সালে এই খনি আবিষ্কার করেন। তারা ভেবেছিলেন এই খনি থেকে হয়ত সংগ্রহ করা যাবে খনিজ তেল। কিন্তু বিষ্ময়ের ব্যাপারটা ঘটে তেল সংগ্রহ করতে গিয়ে। কাজে নেমে তারা দেখে তেলের বদলে এখান থেকে বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস, মিথেন। পরে গবেষকেরা জানায় এটি একটি প্রাকৃতিক গ্যাসের খনি।

এই বিষাক্ত গ্যাস এভাবে বের হতে থাকলে ক্ষতি হতে পারতো পশুপাখি, উদ্ভিদ এবং মানুষের। তাই পরিবেশবিদরা চিন্তা করে এই সিদ্ধান্তে আসে যে এখানকার মিথেন গ্যাসে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যাতে গ্যাসটি ছড়িয়ে না পড়ে। সেই থেকে দাউদাউ করে আগুন জ্বলছে এই বিশাল এলাকা জুড়ে বিস্তৃত খনিতে। নাম দেওয়া হয়েছে এটার 'নরকের দরজা' বা 'হেল ডোর'।

রাতের অন্ধকারে এই অগ্নিকূপের প্রকৃত রুপ বুঝা যায় আর এর অনন্যতা একে করে তুলেছে একটি পর্যটনকেন্দ্র। লাখো উৎসুক রোমাঞ্চপ্রিয় পর্যটক ভিড় করে এই বিরল দৃশ্যটি দেখার জন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password