জীবনের শেষ প্রান্তে একাই থাকতে হয়

জীবনের শেষ প্রান্তে একাই থাকতে হয়
MostPlay

আমরা জন্মগ্রহন যখন করি তখনও একাই জন্মগ্রহন করি । মা বাবার আদরের শিশুটি একসময় আদর যত্নে পরম মমতায় বড় হয়ে একদিন নিজের পায়ে দাঁড়াতে শিখে । সফল মানুষ, স্বাবলম্বী একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ হয়ে উঠে । যখন জীবনের পরম সময় যেমন ১৮ এর পর ৪০/৪৫ বয়সের সময় চারিপাশে কত মানুষ, বন্ধু পরিজন থাকে । সে যদি একজন সফল বিখ্যাত বা নামীদামী একজন মানুষ হয় তখন তার চারপাশে অনেক মানুষ থাকে । ডানে বায়ে সামনে পিছনে মানুষের অভাব হয়না । কিন্তু কোন কারণে যদি তার কোন বিপদ হয়, সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয় তখন তার পিছনে কোর মানুষই থাকেনা ।

প্রয়োজনের সময় কাউকে কাছে পাওয়া যায়না এমনকি মরন যখন আসে তখনও একা একাই মরতে হয় । এটাই যেন পৃথিবীর নিয়ম । জন্ম নিলে মৃত্য চিরন্তন সত্য এবং কেউ মানুক আর না মানুক তা আসবেই । কেউ চিরদিন পৃথিবীতে বেঁচে থাকেনা । তারপরও এই ক্ষণিকের পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নাম কামানোর জন্য কত কিছুইনা করে মানুষ । মরন যে তাকে আলিঙ্গন করতে হবে সে কথা যেন কারো মনে থাকেনা ।

তবুও মানুষ বেঁচে থাকুক সুন্দর ও বিচিত্র এই পৃথিবীতে নিজের মত করে, সুখের আকাশে, নিজের মনভূবনে একেবারে নিজের মত করে এটা কাম্য । সুন্দর পৃথিবীতে সুন্দর মানুষের জীবন খুব সুন্দর যেন হয় তাই প্রত্যামা তাকে সবার । সুন্দর পৃথিবী আরো বৈচিত্রময় হোক আমাদের সবার প্রচেষ্টাই । একা আমি বা একা তুমি কেউ কিছু করতে পারবনা । সবার একাত্বতা কাম্য এই সুন্দর পৃথিবীতে তবেই একজন মানুষের জী্বন খুব সুন্দর হবে । 

মন্তব্যসমূহ (০)


Lost Password