রাজধানীর ফার্মগেটে কাভার্ডভ্যানের ধাক্কায় কামরুল হাসান ফয়সাল মোস্তফা (৩৫) নামে এক পাঠাও চালক মারা যান। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃতের খালাতো ভাই মো. ফয়েজ জানান, তাদের বাড়ি গাজীপুর টঙ্গীর মরকৌন এলাকায়। ফয়সালের বাবার নাম মৃত আবুল হোসেন। ফয়সাল রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও এর মোটরসাইকেল চালাতেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবুল কাশেম জানান, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে দিয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন।
তখন একই দিকগামী একটি কাভার্ডভ্যানের পেছনের চাকার সঙ্গে তার ধাক্কা লাগে। ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন