রাষ্ট্রীয় কল-কারখানা বন্ধ করা দেশ ধ্বংসের নামান্তর

রাষ্ট্রীয় কল-কারখানা বন্ধ করা দেশ ধ্বংসের নামান্তর
MostPlay

রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল ও চিনিকল বন্ধ করে দেওয়া দেশ ধ্বংসের নামান্তর বলে উল্লেখ করেছে জাতীয় কৃষক সমিতি। শুক্রবার (১২ মার্চ) কৃষক সমিতির কেন্দ্রীয় সভায় বক্তারা এ কথা বলেন।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে, ৩২ হাজার প্রত্যক্ষ শ্রমিক বেকার হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৬০ লাখ পাট চাষি, ১০ লাখ আখ চাষিসহ প্রায় ১ কোটির অধিক খেতমজুর। এভাবে রাষ্ট্রীয় কল-কারখানা বন্ধ করে দিলে শ্রমিক-কৃষক মরে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।

সভা থেকে দাবি করা হয়, আর কোনো রাষ্ট্রীয় কল-কারখানা বন্ধ করা যাবে না। বন্ধ হওয়া কারখানাগুলো আধুনিকায়ন করে অবিলম্বে খুলে দিতে হবে। না হলে কৃষক সমিতি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহামুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ রাজনৈতিক-সাংগঠনিক খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password