বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে বালুবোঝাই ট্রাকটি খালে পড়ে যায়।সোমবার সকালে উপজেলার পুরাতন সড়কের নতুন ঘোষগাতি এলাকায় মরা চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে। ফলে ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা শেখ শাহিন বলেন, সকালে বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও হেলপার।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাচ্ছিল ট্রাকটি। পথে চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে ওঠে। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে ব্রিজ ভেঙে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে দশটি বেইলি ব্রিজ রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। তাই এসব ব্রিজে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও কোনো কোনো চালক ওই পথে যাতায়াত করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন