ময়মনসিংহ মেডিকেলের সামনে ঝুলছে ব্যানার সিট খালি নেই

ময়মনসিংহ মেডিকেলের সামনে ঝুলছে ব্যানার সিট খালি নেই

ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে ঝুলছে ব্যানার সিট খালি নেই। হাসপাতালের সামনে এমন ব্যানার টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন ধারণক্ষমতার অতিরিক্ত রোগী। খালি নেই সাধারণ এবং আইসিইউ বেড।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর থেকেও রোগী ভর্তির জন্য আসেছেন। এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ বেড়ে গেছে। রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাও দুরূহ হয়ে পড়ছে।

বেড খালি না থাকায় বাধ্য হয়েই তাদের ফেরত পাঠানো হচ্ছে।যাদের অবস্থা খারাপ তাদের ভর্তি করা হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হচ্ছে।

করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ৪০০ বেডের বিপরীতে ৫৮০ রোগী ভর্তি। আরসিইউর ২২ বেডের সবগুলোতেই রোগী রয়েছে। মেডিকেল কলেজের করোনা ইউনিটে বেড ২১০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০। আইসিইর বেড সংখ্যা ১০ থেকে ২২টিতে উন্নীত করা হয়েছে। কিন্তু এরপরও রোগীর চাপ সামাল দেয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, বেড খালি না থাকায় হাসপাতালের মেঝেতেই রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। এখন মেঝেতেও রোগী রাখার মতো জায়গা নেই। ফলে ন্যূনতম চিকিৎসা ও অক্সিজেন সেবা দিতেও বেগ পেতে হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, প্রতিনিয়তিই বাড়ছে করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮৬ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। মারা গেছেন ২১ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password