দোকানকর্মীকে চড় মারায় বিপাকে রাষ্ট্রদূত

দোকানকর্মীকে চড় মারায় বিপাকে রাষ্ট্রদূত

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী দোকান কর্মীর সঙ্গে অগ্রহণযোগ্য আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাষ্ট্রদূত পিটার লেশাওয়ারের স্ত্রী জিয়াং জুয়েকিউ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক দোকানের সহকারীকে চড় মারছেন।

দোকানের ওই কর্মী খতিয়ে দেখছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী দোকান থেকে নিজের কোনও কাপড় নিয়ে যাচ্ছেন কিনা। এমন অবস্থায় দোকানের কর্মীকে চড় মেরে বসেন রাষ্ট্রদূতের স্ত্রী। এদিকে বৃহস্পতিবার(২২ এপ্রিল) সিউলের বেলজিয়াম দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতের স্ত্রী জিয়াং জুয়েকিউ (৬৩) স্ট্রোক থেকে সুস্থ হতে বর্তমানে হাসপাতালে রয়েছেন। তিনি সক্ষম হয়ে উঠলেই পুলিশি তদন্তে সহায়তা করবেন বলেও জানানো হয়েছে ।

গত ৯ এপ্রিল সিউলের ইয়োনসান-জু এলাকার একটি কাপড়ের দোকানে ওই ঘটনা ঘটে। দোকানে গিয়েছিলেন জিয়াং জুয়েকিউ। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম দোকান থেকে বের হওয়ার আগে প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি পোশাক পছন্দ করছিলেন।

জিয়াং জুয়েকিউ পরে থাকা একটি পোশাক দোকানের কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই দোকান কর্মী। তবে পোশাকটি ছিলো তার নিজের। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দোকান কর্মীর বাধা পেয়ে তাকে ঠেলে দোকানের ভিতরে নিয়ে আসেন রাষ্ট্রদূতের স্ত্রী। পরে তাকে আবারও ধাক্কা দিয়ে চড় বসিয়ে দেন তিনি। পরে আরেক কর্মী এগিয়ে আসলে তাকেও চড় দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের কাছে দ্বিতীয় ওই কর্মী বলেন, আমাকে যখন মারা হয় তখন আমি জানতাম না ওই নারী কে। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিলো আমাকে মেরে তার কোন অনুশোচনা হয়নি। এদিকে বেলজিয়াম দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনার জন্য রাষ্ট্রদূত পিটার লেশাওয়ার আন্তরিকভাবে দুঃখিত এবং তার স্ত্রীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে চান। বিবৃতিতে বলা হয়েছে, যে পরিস্থিতিই হোক না কেন, যেভাবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তা অগ্রহণযোগ্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password