পরীমনি কান্ডে প্রয়াত মান্নার সেই মন্তব্য ভাইরাল

পরীমনি কান্ডে প্রয়াত মান্নার সেই মন্তব্য ভাইরাল
MostPlay

বর্তমান সময়ে বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন। বর্তমানে রয়েছেন ৪ দিনের পুলিশি রিমান্ডে। র‌্যাব তাকে গ্রেফতার করলেও তার মামলার তদন্ত করছে সিআইডি। দেশজুড়ে তাকে নিয়ে নানা সমালোচনার ঝড় বইছে। এমনকি তার কর্মস্থল সিনেমা অঙ্গনের মানুষেরাও তাকে নিয়ে সমালোচনা করছেন।এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ইতোমধ্যে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে জীবনের সর্বোচ্চ দুঃসময় পার করছেন বিশ্বসুন্দরী সিনামার নায়িকা পরীমনি।

আর এই চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কালজয়ী চিত্রনায়ক প্রয়াত মান্নার একটি বক্তব্য। বক্তব্যটি দিয়েছিলেন মান্না জীবিত থাকা অবস্থায় একটি বেসরকারি টিভির বিশেষ অনুষ্ঠানে। অপি করিমের সঞ্চালনায় সেখানে তিনি নিজের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বিনিময় করেছিলেন। সেখানে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু কথা বলেছেন।

মান্না বলেছিলেন, পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; আমি বলব না,এসব মিথ্যে। সবাই আলাদা।

তার নিজের বন্ধু সম্পর্কে মান্না জানান, সিনেমা জগতে তার একজনই বন্ধু। তিনি তার আত্মীয়। মান্নার ভাষ্য ছিল, আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না। তার আসল নাম আসলাম তালুকদার। সিনামা জগতের ২৪ বছরের ক্যারিয়ারে তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। উপহার দিয়েছিলেন আম্মাজান, দাঙ্গা, কাসেম মালার প্রেম, কষ্ট, বীর সৈনিক, কাবুলিওয়ালার মতো বেশ কিছু সফল সিনেমা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন মান্না। তবে এখনো দর্শকরা তাকে নিয়মিত স্মরণ করেন। ব্যাক্তি মান্না মরে গেলেও বক্তদের মনে এখনো বেচে আছেন মান্না্র স্মৃতি,বেঁচে আছে তার অভিনয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password