ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল শোধনাগারে ভয়াবহ আগুন
MostPlay

ইন্দোনেশিয়ায় সরকারি একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ভোরে জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারটিতে প্রতিদিন প্রায় ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। 

ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি। এখান থেকেই বৃহত্তর জাকার্তার তেল সরবরাহ হয় বলে এর গুরুত্ব আরও বেশি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, প্রায় ৯৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে বিবিসি জানিয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

উদ্ভূত পরিস্থিতিতে সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় ভারী বর্ষণ ও বজ্রপাতের পরই তেল শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটে। 

সুত্রঃ বিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password