পাকিস্তানের খাইবার পাখতুন অঞলে পাকিস্তান ভিত্তিক তালেবান(TTP) গোষ্টির হামলায় ১ জন ক্যাপ্টেন সহ ১১ জন সেনা সদস্য নিহত এবং ৪ জন গুম হওয়ার খবর প্রকাশ করেছে সেদেশের মিডিয়া। ঘটনার সূত্রপাত হয় খাইবার পাখতুনে পাকিস্তানি মোবাইল অপারেটর Jazz এর ৬ কর্মীকে তুলে নেওয়ার মাধ্যমে। দৈনিক কাজ করার সময় তাদের তুলে নিয়ে যায় তালেবান।
আটক কর্মীদের উদ্ধারে হোস্টেজ রেসকিউ মিশন শুরু করে পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের একটি ইউনিট। ক্যাপ্টেন আব্দুল বাসিত এই ইউনিট লিড করছিলেন। পরবর্তীতে পাকিস্তান আর্মির সদস্যরা তালেবান সদস্যদের হাতে বেঘোরে মার খায়। এতে সর্বমোট ১১ জন নিহত এবং ৪ জনকে আটক করে তালেবান সদস্যরা। আইএসপিআর এর বরাতে পাকিস্তানি মিডিয়া জানায় পাকিস্তান আর্মির হামলায় ৩ জন তালেবান সদস্য নিহত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন