সু চির বিরুদ্ধে ৬ লাখ ডলার ঘুষ নেওয়ার ও সোনা আত্মসাতের অভিযোগ

সু চির বিরুদ্ধে ৬ লাখ ডলার ঘুষ নেওয়ার ও সোনা আত্মসাতের অভিযোগ

ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। সামরিক সরকার তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে সরকারে থাকাকালে সোনা আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে সু চির বিরুদ্ধে। খভর এনডিটিভির।

এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন জানিয়েছেন। তিনি বলেন,  ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন কেবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট এ অনিয়মের বিরুদ্ধে দেওয়া সেনাবাহিনীর রিপোর্টের ভিত্তিতে কোনো রকম ব্যবস্থা না নেওয়ার জন্যও নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযোগ। উৎখাতের পর থেকে সু চি ও অন্য প্রভাবশালী রাজনীতিবিদদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password