হাইতিতে শক্তিশালী ভূমিকম্প

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প
MostPlay

ক্যারিবীয় দেশ হাইতিতে শনিবার আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২। তীব্র শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে হাইতি। স্থানীয় কর্মকর্তারা জানান ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ১২৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার সাতশো মানুষ।

শক্তিশালী ভূমিকম্পে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা,স্কুল,কলেজ,গীর্জা সহ প্রায় সকল ভবন মাটির সাথে মিশে গেছে। অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। জীবিত কাউকে খুঁজে পেতে ধ্বংসস্তুপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির উদ্ধারকর্মীরা। দেশটির স্থানীয় সব হাসপাতালগুলি রুগীতে পরিপূর্ণ হয়ে আছে যেখানে প্রচুর পথ্য,ওষুধ, পানীয়, খাবার সরবরাহের প্রয়োজন এখনো। অনেক রুগীকে স্থান সংকটের কারণে চিকিৎসা দিতে হচ্ছে খোলা আকাশের নিচেই। হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি মাসব্যপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস জানিয়েছে যে এই শক্তিশালী ভূমিকম্পটি যেটি গত শনিবার হাইতির বুকে আঘাত হেনেছে তার কেন্দ্রস্থল ছিল সেন্ট লুই ডু সুড শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে। ভূমিকম্পটি অনুভূত হয় ঘনবসতিপূর্ণ রাজধানী পোর্ট অব প্রিন্স এ।  আশেপাশের বেশ কয়েকটি দেশে এ শক্তিশালী ভূ-কম্পনটি অনুভূত হয়।পূর্বেও ২০১০ সালে ভয়াবহে ভূমিকম্প দেশটিকে ক্ষয়ক্ষতিতে জর্জরিত করে ফেলেছিল। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পূনরায় দেখা দিলো একটি শক্তিশালী ভূমিকম্প। 

মন্তব্যসমূহ (০)


Lost Password