মোদির এলাকায় গুপ্তচর কবুতর

মোদির এলাকায় গুপ্তচর কবুতর
MostPlay

এক সময় গোপন সংবাদ আদান-প্রদান কবুতরের পায়ে বেঁধে দেয়া হতো চিঠি। এখন তথ্যপ্রযুক্তির যুগে এমন ঘটনা দেখা যায় না। তবে ভারতে হঠাৎই আলোচনায় গুপ্তচর একটি কবুতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের ভাদোদারা এলাকায় শুক্রবার একটি কবুতর নজরে আসে স্থানীয়দের। কবুতরটি সাধারণ কবুতর নয়। এটিকে ভিন্ন রকম লাগে বলেই সন্দেহ হয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ কবুতর টিকে আটক করে। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, কবুতরটি দুই পায়ে দুইটি ছিল যার একটি সাধারণ রিং অন্যটি ইলেকট্রনিক্স ছিপ আর তা নিয়ে সন্দেহের সূত্রপাত।

বর্তমানে বন বিভাগের জিম্মায় আছে কবুতরটি। শুরু হয়েছে তদন্ত। এটি দেশীয় কোন কবুতর নয় বলে আপাতত নিশ্চিত করা গেছে। তবে এটি কোন দেশ থেকে এসেছে এবং তার উদ্দেশ্যটা কী তা নিয়ে চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে পাকিস্তান থেকে আসতে পারে। নজরদারি ও তথ্য সংগ্রহ বা গোয়েন্দাগিরি এর কাজ হতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password