বিশ্বকাপের জন্য দল ঘোষনা করলো দক্ষিন আফ্রিকা

বিশ্বকাপের জন্য দল ঘোষনা করলো দক্ষিন আফ্রিকা
MostPlay

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে চোকার্সখ্যাত দক্ষিন আফ্রিকা আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশনের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। এবারের বিশ্বকাপে আফ্রিকানদের নেতৃত্ব দিবেন বাভুমা।১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন কেশব মহারাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ম্যাচ খেলে ফেললেও টি-টোয়েন্টি কখনো খেলেননি।

মুলত এশিয়ার মাটিতে তিন স্পিনারকে নিয়ে খেলার চিন্তা ভাবনা থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হলো তার। টি-টুয়েন্টি দলে প্রথমবার জায়গা পেলেও মহারাজ ইতিমধ্যে দক্ষিন আফ্রিকার হয়ে ৩৬ টেস্ট ও ১৪ ওয়ানডে খেলেছেন। এছাড়া ঘরোয়াতে ১০৪টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অনাভিজ্ঞ কেশব মহারাজের জায়গা হলেও স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ তারকা ফাফ ডু প্লেসি, ইমরান তাহির ও ক্রিস মরিসের। আগামী ২৩ অক্টোবর আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিন আফ্রিকার বিশ্বকাপ আসর।

দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password