সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। যেখানে দিনে-দুপুরে চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছেন কোনও এক ভদ্র প্রতিবেশী
এমন ঘটনা ভারতে বিরল। কারণ এদেশে দরজায় কড়া নেড়ে গৃহকর্তার হাতে পার্সেল তুলে দেওয়াটাই ডেলিভারি সংস্থাগুলির রীতি। তবে বিদেশ, বিশেষ করে আমেরিকায় চালু রয়েছে অন্য নিয়ম। বাড়ির দরজার সামনে পার্সেল রেখে বেল বাজিয়ে চলে যান ডেলিভারি বয়। পরে দরজা খুলে তা গ্রহণ করেন গ্রাহকরা। তবে সেই অভ্যাস যে বিপদও ডেকে আনতে পারে, তার প্রমাণ পাওয়া গেল অবশেষে।
কথায় বলে ভাল প্রতিবেশী থাকলে আত্মীয়ের প্রয়োজন পড়ে না। কখনও সখনও বিজন ঘরে আত্মিকতার বন্ধন তৈরি করেন পড়শিরাই। হয়ে ওঠেন সহায়-সম্বল। কিন্তু সেই কাছের মানুষ যখন শত্রু হয়ে ওঠেন, তখন আর করার কিছু থাকে না। তেমনই এক দৃষ্টান্ত তৈরি হল আমেরিকায়। এবার সাক্ষাৎ চুরির অভিযোগে দুষ্ট হলেন প্রতিবেশী। সিসিটিভি-তে অভিযুক্তের কাণ্ড ধরা পড়তেই নেটদুনিয়ায় হইচই শুরু হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। যেখানে দিনে-দুপুরে চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছেন কোনও এক ভদ্র প্রতিবেশী। অজ্ঞাত এলাকার বাসিন্দা কারও বাড়ির দরজার বাইরে পার্সেল রেখে দিয়ে যান ডেলিভারি বয়। গৃহকর্তার নিচে নামার আগেই নিজের কাজটি সেরে চম্পট দেন এক প্রতিবেশী মহিলা। ঝড়ের গতিতে এসে ছোঁ মেরে পার্সেলটি তুলে ততোধিক গতিতে সে অদৃশ্য হয়ে যান তিনি। যা দেখে শিহরিত হয়েছে নেটদুনিয়া।
বাড়ির বাইরের সিসিটিভি ক্যামেরায় ওই মহিলার কুকীর্তি ধরা পড়েছে। স্পষ্ট হয়েছে তাঁর মুখও। আর যেটি দেখা গিয়েছে, তাতে লজ্জিত হয়েছেন নেটিজেনরা। তাড়াহুড়োতে ওই প্রতিবেশী মহিলার গায়ের থেকে নেমে যায় পোশাক। উন্মুক্ত হয় বক্ষদেশ। তবু সেই অবস্থাতেই এতটুকু না থেমে নিজের কাজটি তিনি সুনিপুণ ভাবে করে যান। কেবল সিসিটিভির ব্যাপারটা হয় তো ওই মহিলার মাথায় ছিল না। কিংবা কোনও ভাবে বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়নি। ফলে গৃহকর্তার নজরে পড়ে যায় তাঁর কুকর্ম।
ওই বাড়ির গৃহকর্তা জানিয়েছেন যে সিকিউরিটি ক্যামেরার সঙ্গে কলিং বেল সংযুক্ত। ফলে অভিযুক্ত ক্যামেরার সামনে উদয় হতেই তিনি সে ব্যাপারে সূচনা পেয়ে যান। সেই ভিডিও-র প্রেক্ষিতে স্থানীয় পুলিশ থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনই ওই মহিলাকে গ্রেফতার করা হবে না বলে জানানো হয়েছে। এ ব্যাপারে তথ্য-প্রমাণ জোগাড় করতে চান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হতে পারে ওই বাড়ির সামনে পার্সেল রেখে যাওয়া ডেলিভারি বয়কেও।
অন্য দিকে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক মার্কিন রিপোর্টার। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মহিলার ওই কীর্তি দেখে থ's হয়েছেন নেটিজেনরা।
CAUGHT ON CAMERA: Package thieves will usually stop at nothing to claim their prize. For this woman, even losing her top did NOT slow her down.... andddd it was ALL caught on camera. 😳😳 Precinct 1 and @ConstableRosen are investigating. @KHOU pic.twitter.com/RsqLbGdQBg — Janelle Bludau (@JanelleKHOU) March 11, 2021
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন