শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিনের মাথায় না ফেরার দেশে সহধর্মিণী প্রতিমা ঘোষ

শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিনের মাথায় না ফেরার দেশে সহধর্মিণী প্রতিমা ঘোষ
MostPlay

প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন তার সহধর্মিণী প্রতিমা ঘোষ।তিনি করোনা আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বৃহস্পতিবার ভোর ৫টায় তিনি কলকাতায় বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে ২১ এপ্রিল ভোরে কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে কলকাতার নিজ বাসভবনে মারা যান। তখনই তার স্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন।সারা জীবন অনাড়ম্বরভাবে জীবন যাপন করেছেন কবি শঙ্খ ঘোষ আর তার স্ত্রী প্রতিমা ঘোষ।

প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন প্রতিমা। তিনি লেখিকা ছিলেন। তার লেখা বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিমা ঘোষ কলকাতার বিদ্যাসাগর কলেজে (মর্নিং) অধ্যাপনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password