নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে খেলবেন না সাকিব

নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে খেলবেন না সাকিব
MostPlay

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচে বেশ অচেনাই লাগছে দেসোশেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বল হাতে ছিলেন উইকেটশুন্য এবং ব্যাট হাতে পুরো সিরিজেই একেবারেই অনুজ্জ্বল তিনি। বিশ্বকাপের আগে দলের সেরা তারকা ও বিশ্বসেরা এই অলরাউন্ডারের কিছুটা ফর্মহীনতায় দুঃশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ টিম কর্তৃপক্ষ। অবশ্য কিছুদিন পরই আইপিএল খেলতে দুবাই যাবেন সাকিব। দেশের দর্শক ও বিসিবি কর্তৃপক্ষ মনে করছে, সেখানে সাকিব তার ফর্ম ফিরে পাবেন।

এর মধ্যে কিউইদের বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানকে মাঠে দেখতে পাবেন না দর্শকরা। তবে ফর্মহীনতার জন্য নয়, চোটের কারণে এই ম্যাচটিতে খেলতে পারবেন না সাকিব। এর মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচে আঙুলে চোট পেয়েছেন তিনি। সেই চোটের কারণে বিসিবি সূত্র এমনটাই জানিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে ছোট পেয়েছেন সাকিব। পুরোনো চোটের স্থানেই আবার ছোট পাওয়ায় সিরিজের শেষ ম্যাচটিতে খেলা হচ্ছে না তার। সাকিব আল হাসানকে কোন ধরনের ঝুঁকি নিতে চায়না টিম ম্যানেজমেন্ট। তাই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল সাকিবের। এই টি-টোয়েন্টি সিরিজে আর লাসিথ মালিঙ্গাকে ছোঁয়া হচ্ছে না তার। বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password