'মাদক সেবন করেছি ' স্বীকার করলেন শাহরুখপুত্র।

'মাদক সেবন করেছি ' স্বীকার করলেন শাহরুখপুত্র।
MostPlay

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে এবং 'মাদক নিয়েছি', তা স্বীকার করলেন শাহরুখপুত্র।

মাদকবিরোধী সংস্থার (এনসিবি) কর্তারা ইতিমধ্যেই মাদক সেবন নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন শাহরুখপুত্র আরিয়ান খানকে। এনসিবি সূত্রে খবর পাওয়া যায়, প্রায় ছয় ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন।

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি। ইতিমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবির দপ্তরে পৌঁছে গিয়েছেন।

এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন। এসব কিছুই এখন আতশকাচের নিচে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। বেশ কয়েক ঘণ্টা জেরার মধ্যেই আরিয়ান স্বীকার করে নেন, তিনি মাদক নিয়েছেন।

এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানিয়েছেন - "বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড এস্টেট অফিসে আছে আরিয়ান। শনিবার রাতে এনসিবির কর্মকর্তারা একটি প্রমোদতরীতে চলা পার্টিতে হানা দেয়। সেখানে সেও ছিলো।"

গতকাল শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই আছেন শাহরুখপুত্র।

এনসিবির কাছে খবর ছিল, মাঝ সমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টালমাতাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন এনসিবির সদস্যরা। ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। বাজেয়াপ্ত করা হয় কোকেন,হাশিশ,এমডিএম এর মতো মাদক।

মন্তব্যসমূহ (০)


Lost Password