বৃহত্তর খুলনার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি শীর্ষক সেমিনার

বৃহত্তর খুলনার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি শীর্ষক সেমিনার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপনে ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হলো ’বৃহত্তর খুলনার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি’ শীর্ষক সেমিনার। সেমিনারের সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থপনায় ছিলেন সমিতির সভাপতি সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। প্রধান আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আফম রুহুল হক ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

আলোচক হিসাবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. গোলাম রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ হারুনুর রশীদ এবং বাগেরহাট জেলা পরিষদর চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আতিয়ার রহমান, খুলনা সরকারী সুন্দরবন কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আবু তৈয়ব, রেডিও তেহরানের জিএম আবদুর রশিদসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি একইসাথে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।

মূল প্রবন্ধে বৃহত্তম খুলনার কৃষি অর্থনীতি, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকুতিক ভারসাম্যহীনতা, উপকুলীয় প্লাবন ঝুঁকি, শিল্প বিনিয়োগ সম্ভাবনা, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর বাস্তবায়ন উত্তরকালে বৃহত্তর খুলনার উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির প্রেক্ষাপট তুলে ধরা হয়। সুন্দরবন সুরক্ষাসহ সার্বিক উন্নয়ন প্রয়াস তত্ত্বাবধানের লক্ষে উপকুলীয় উন্নয়ন বোর্ড গঠনের জোর দাবী ও সুপারিশ উঠে আসে।

ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত খুলনার জলবায়ু পরিবর্তনের সমস্যা, জলজ লবণাক্ততা বৃদ্ধিতে জনস্বাস্থ্য, সুন্দরবনের প্রাণী, প্রাকৃতিক সম্পদ ও বসতির প্রতি সৃষ্ট হুমকি সম্পর্কে আলোচনা করেন। তিনি ইকো ফ্রেন্ডলী কার্যক্রম এবং নতুন শিল্প সম্ভাবনার প্রেক্ষিতে স্থনীয়ভাবে উপযুক্ত জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সাংসদ আব্দুস সালাম মুর্শেদী খুলনার গার্মেন্টস শিল্পের অবস্থান এবং মংলা বন্দরের বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।

আলোচক শেখ হারুনর রশিদ গঙ্গা ব্যারেজ, পদ্মা সেতুর অবস্থান এবং বৃহত্তর খুলনার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সকলের ঐকবদ্ধ প্রয়াস গ্রহনের আহবান জানান। আলহাজ মোঃ নজরুল ইসলাম জেলা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং যশোর-সাতক্ষীরা রেললাইন কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রী সমীপে অনুরোধ জ্ঞাপন করেন। আলোচক অধ্যাপক ড. গোলাম রহমান তার অভিজ্ঞতার আলোকে গুণগত শিক্ষার এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ডঃ আ ফ ম রুহুল হক সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি (পাবলিক) বিশ^বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরুসহ সুন্দরবনের সুরক্ষা, বিদ্যমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে বৃহত্তর খুলনার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, পর্যটন কেন্দ্র, রেললাইন স্থাপনের তাগিদ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে সেমিনারের সমাপ্তি টানেন বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না।

মন্তব্যসমূহ (০)


Lost Password