সাপাহার ঐতিহ্যবাহী জবাই বিল অপরূপ সৌন্দর্যে প্রকৃতির এক লীলাভূমি

সাপাহার ঐতিহ্যবাহী জবাই বিল অপরূপ সৌন্দর্যে প্রকৃতির এক লীলাভূমি
MostPlay

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল অপরূপ সৌন্দর্যে প্রকৃতির এক লীলাভূমি। প্রতিনিয়ত প্রকৃতির লীলা উপভোগ করতে এই বিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পর্যটক।

এই বিলে পূজা, ঈদ ও ছুটির দিনের অবসর সময় কাটাতে দেশের নানা প্রান্ত থেকে আসেন পর্যটকরা। বিলে পানির সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে নৌকা ও স্পিডবোড। এখানে নৌকা চালিয়ে সংসার চলে অনেকের। বর্তমানে করোনাকালীন সময়ে অনেকটা বিপাকে নৌকা ও স্পিডবোটের মালিকরা। এই বিলে ঘুরতে আসা পর্যটকদের জন্য নির্দিষ্ট কোন যাত্রি ছাউনী নেই। আর না আছে বসার কোন জায়গা! যার ফলে রোদ-ঝড়-বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় ঘুরতে আসা পর্যটকদের।

ঘুরতে আসা ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ভিএমপিআরএমসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী বলেন, রাস্তার পাশ দিয়ে যদি ঘুরতে আসা পর্যটকদের বসার জাইগা করে দেওয়া হতো তাহলে আরো ভালো হতো। জয়নুব আক্তার বলেন, রাস্তার পাশ দিয়ে গাছ ও পাখিদের অভয়াশ্রমের ব্যবস্থা করলে খুব ভালো হবে। 

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি এই বিলের পানি ধরে রাখার জন্য স্লুইস গেটের ব্যবস্থা করেছেন। বর্তমানে তার মাধ্যমে এই বিলের রাস্তা ঘেঁসে পর্যটকদের বসার জায়গা ও একটি যাত্রীছাউনীর ব্যবস্থা করার জন্য দাবী জানান স্থানীয় নের্তৃবৃন্দ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি পর্যটকদের কথা বিবেচনা করে জবাই বিলকে ঘিরে একটি ইকো ট্যুরিজম পার্ক ও বসার স্থান সহ নানাবিধ সুবিধার ব্যবস্থা করেন তাহলে জবাই বিল দেশের মধ্যে হতে পারে একটি অন্যতম পর্যটন কেন্দ্র বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্যসমূহ (০)


Lost Password