ইউক্রেনের কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ইউক্রেনের কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

সীমান্তে প্রবল উত্তেজনার মধ্যেই ইউক্রেনের এক কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। গোপন তথ্য সংগ্রহ চেষ্টার অভিযোগে আগামী ২২ এপ্রিলের মধ্যে তাকে রাশিয়া ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

সাম্প্রতিক দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা চলছে। ইউক্রেন সীমান্তে বিপুল সেনা জড়ো করেছে রাশিয়া। রাশিয়ার এফএসবি নিরাপত্তা সার্ভিস বলেছে, এক রুশ নাগরিকের সঙ্গে বৈঠককালে রাশিয়ার আইনপ্রয়োগকারী তথ্যভাণ্ডারে প্রবেশের চেষ্টা করা হলে ওলেকসান্দর সোসোনিউক নামের ওই কূটনীতিকে হেফাজতে নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এক বিবৃতিতে এফএসবি জানিয়েছে, একজন কূটনৈতিক কর্মচারীর মর্যাদার সঙ্গে এ রকম কার্যক্রম যায় না। তার এই আচরণ রুশ ফেডারেশনের সঙ্গে শত্রুতামূলক। বিদেশি কূটনীতকদের অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসারে কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

এই আটককে উসকানি হিসেবে আখ্যায়িত করে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেন্ট পিটার্সবাগের কনস্যুলেটে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে সোসোনিউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯ এপ্রিল থেকে শুরু করে ৭২ ঘণ্টার মধ্যে সোসোনিউককে রাশিয়া ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password