ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে তুরস্কসহ বেশ কয়েকটি দেশকে আহ্বান জানিয়েছে রাশিয়া। এমন এক সময় এই আহ্বান এসেছে, যখন উত্তর ইউক্রেনে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, তুরস্কসহ যেসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করার পরামর্শ দিচ্ছি। তারা যাতে কিয়েভ সরকারের ক্রমাগত যুদ্ধংদেহী বিবৃতিগুলো পর্যালোচনা করেন। এই সামরিক আকাঙ্ক্ষাকে উৎসাহিতকরণ বন্ধ করতে তাদের অনুরোধ করা হচ্ছে।
ইউক্রেনকে যুদ্ধ ড্রোন সরবরাহ করছে তুরস্ক। ২০১৯ সালে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছিল। অর্ধেকের মতো ড্রোন ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোলাবারুদ, টহল নৌকা নির্মাণসহ যুদ্ধ ড্রোন সরবরাহে আরও চুক্তি হয়েছে সই হয়েছে গত ডিসেম্বরে।
কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনেরও সমালোচনা করেন লাভরভ। যুক্তরাষ্ট্র সেখানে কী চায়, সেই প্রশ্নের জবাব মিলছে না বলে তিনি দাবি করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন