পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে রোহিঙ্গা নারী

পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে রোহিঙ্গা নারী

পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে জেসমিন বেগম (২২) নামে এক রোহিঙ্গা নারী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ মার্চ) ভোর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। সে ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নম্বর ২৭, হাউজ-বি-থ্রি এর মো. সাইফুল ইসলামের স্ত্রী।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন, ‘রোহিঙ্গা এক নারী হাসপাতালে চিকিৎসা নিতে এসে পালিয়ে গেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখন আমি বিস্তারিত কিছু বলতে পারবোনা।,

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বলেন, ‘গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩০ মিনিটের দিকে গলায় টিউমার অপারেশনের জন্য জেসমিন বেগম হাসপাতালে ভর্তি হন। এসময় তার স্বামী সাইফুল ইসলাম ও শিশু সুমাইয়া আক্তার (৬) তার সঙ্গে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ শনিবার (৬ মার্চ) ভোররাতে বাচ্চাকে প্রসাব করানোর কথা বলে বাথরুমে নিয়ে যান ওই নারী। একপর্যায়ে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার স্বামীকে রেখে পালিয়ে যায় ওই রোহিঙ্গা নারী।

মন্তব্যসমূহ (০)


Lost Password