সহজ জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে রজার ফেদেরার

সহজ জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে রজার ফেদেরার
MostPlay

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের মতো কঠিন পরিক্ষা দিতে হয়নি উইম্বলডনের রাজা রজার ফেদেরারকে। মানারিনোর বিপক্ষে প্রথম রাউন্ডে একসময় হারার সম্ভাবনা তৈরি হয়েছিল ফেদেরারের। তবে সব শঙ্কা দুর করে রজার জায়গা করে নেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডের ভুল থেকে শিক্ষা নিতে বেশি সময় নিলেন না ফেদেরার আর এজন্যই তিনি আধুনিক টেনিসের রাজা। উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে ফেঞ্চ প্রতিপক্ষ রিচার্ড গাসকেকে দাঁড়াতেই দেননি ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। সরাসরি সেটে জিতেই নিশ্চিত করেছেন ৮ বারের উইম্বলডন শিরোপা জয়ী রজার ফেদেরার।

সেন্টার কোর্টে স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে ৩৯ বছর বয়সী ফেদেরার জেতেন ৭-৬ (৭-১) ৬-১, ৬-৪ গেমে। প্রথম সেটে ফেদেরারের বিপক্ষে প্রতিদ্বন্দ্ব্বিতা গড়ে তুললেও পরের দুই সেটে তা ক্রতে পারেননি ফ্রান্সের গাসকে। এই নিয়ে ১৯ বার ফ্রান্সের গাসকের বিপক্ষে জয় তুলে নিলেন ফেদেরার। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ফেদেরার প্রতিপক্ষ ক্যামেরন নরি। অস্ট্রেলিয়ার আলেক্স বোল্টকে ৬-৩, ৬-১, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো তৃতীয় রাউন্ডে ওঠেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password