উইম্বলডনের শেষ ষোলোয় রজার ফেদেরার

উইম্বলডনের শেষ ষোলোয় রজার ফেদেরার
MostPlay

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনের নবম শিরোপার খোঁজে ছুটে চলেছেন রজার ফেদেরার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ব্রিটশ তারকা ক্যামেরুন নরিকে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছেন রজার ফেদেরার। উইম্বলডনের শেষ ষোলোয় উঠার সাথে সাথে আরও একটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন রজার।

এই টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে শেষ ষোলোয় উঠেছেন ফেদেরার। ৩৯ বছর বয়সী রজার ফেদেরারের থেকে বেশি বয়সে শেষ ষোলোয় নিজেদের নাম লিখিয়েছিলেন বয়সী পানচো গনজালেজ ও কেন রজওয়াল। ১৯৬৯ সালে ৪১ বছর বয়সী পানচো গনজালেজ এবং ১৯৭৫ সালে ৪০ বছর বয়সী কেন রজওয়াল উইম্বলডনের শেষ ষোলতে নিজেদের নাম লিখিয়েছিলেন।

সেন্টার কোর্টে শনিবার ৩৯ বছর বয়সী ফেদেরার জেতেন ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে। প্রথম দুই সেট সহজেই জিতেছিলেন ফেদেরার। তবে তৃতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ক্যামেরুন নরি। তৃতীয় সেট জিতে নেন ৭-৫ ব্যাবধানে। কিন্ত চতুর্থ সেটে ৬-৪ ব্যাবধানে জিতে নরিকে খেলা থেকে ছিটকে দেন উইম্বলডনের রাজা রজার ফেদেরার। সোমবার রাত বাংলাদেশ সময় পৌনে ১০টায় সুইস তারকা শেষ ষোলোয় খেলবেন ইতালির লরেন্সো সনেগোর বিপক্ষে।

মন্তব্যসমূহ (০)


Lost Password