আফগানিস্থানে আবারও রকেট হামলার ঘটনা

আফগানিস্থানে আবারও রকেট হামলার ঘটনা
MostPlay

ঘটলো আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে আজ সোমবার আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ সোমবার ৩০ আগষ্ট সকালে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা কনা হয়েছে। তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষয় ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে এই হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই আছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা। গত ২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। এবং বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে দাবি আমেরিকার সেনা সদস্যদের। সকালের হামলার সেই ঘটনারই প্রত্যাঘাত বলে অনুমান করছে সকলে।

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে এই রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি করেছেন। আফগানিস্তানের একজন সাংবাদিক সেই সময়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন যে, বিমানবন্দরের কাছেই কাবুলের আর্য টাউনশিপের বাসিন্দারা আমাকে জানিয়ে বলেন, তারা সকাল থেকেই কাবুলের আকাশে পর পর কয়েকটি রকেট উড়ে যেতে দেখেছেন এবং সেটি দেখে অনেক এ ভয় পেয়েছে। ছোঁড়া রকেট থেকে ছিটকে আসা ধাতব কণা বৃষ্টির মতো ঝড়েছে আর্য টাউনশিপের বাড়িগুলোর ছাদে দাবি করেছেন স্থানীয়রা।

মন্তব্যসমূহ (০)


Lost Password