৪৭ ভাষায় কথা বলছে রোবট (ভিডিও)

৪৭ ভাষায় কথা বলছে রোবট (ভিডিও)

হংকংয়ের হ্যানসন রোবটিকসের বানানো যন্ত্রমানবী সোফিয়ার আদলে একটি রোবট বানিয়েছেন ভারতের একজন শিক্ষক। ‘শালু’ নামের এ রোবটের বৈশিষ্ট্য, এটি একাধারে ৪৭টি ভাষায় কথা বলতে পারে। এটি বানাতে খরচও কম হয়েছে। 

ওই শিক্ষকের নাম দীনেশ প্যাটেল। তিনি মুম্বাই আইআইটির কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক। বসবাস করেন উত্তর প্রদেশের জৈনপুর জেলার রাজমালপুর গ্রামে। 

বলিউডের সিনেমা ‘রোবট’ দেখে অনুপ্রাণিত হয়ে সেখানেই রোবট বানানোর কাজ শুরু করেন। তিন বছরের চেষ্টায় সফলতা মিলেছে। দীনেশের বানানো রোবট শালু ৯টি ভারতের স্থানীয় ও ৩৮টি বিদেশি ভাষায় কথা বলতে পারে। শুধু তাই নয়, শালু সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে। সংবাদপত্র পড়তে পারে। কষতে পারে  অঙ্ক। যে কারও পরিচয় শনাক্ত করা, পুরোনো ঘটনা মনে করতে পারা, কাউকে সম্ভাষণ জানানোসহ  নানা কাজ করতে পারে। 

রোবটটিকে অনায়াসে স্কুলশিক্ষক কিংবা অফিসে অভ্যর্থনাকারীর কাজে ব্যবহার করা যাবে।

দীনেশ জানান, ফেলে দেওয়া জিনিস দিয়ে শালুকে বানানো হয়েছে। পরিত্যক্ত প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠের টুকরা, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে এটা বানাতে। খরচ হয়েছে মাত্র ৫০ হাজার রুপি। এখন এটির সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password