সামরিক অভ্যুত্থানের ২য় দিনে মিয়ানমারের বাসিন্দারা নাগরিক অবাধ্যতা আন্দোলন শুরু করেছেন। এ সময় তারা গাড়ীর হর্ন বাজিয়ে, থালাবাটি পিটিয়ে মিলিটারি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মিয়ানমারের পুরষ্কার বিজয়ী সাংবাদিক কেপ ডায়মন্ড তার টুইটার পোস্টে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে মিয়ানমারের সাধারণ জনগণ তাদের বাড়ির বারান্দায় এসে থালা বাসন পেটাচ্ছেন। আর একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় সাধারণ মানুষ গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এ সময় কেউ কেউ "মা অং সান সু চি দীর্ঘজীবি হোক" বলে স্লোগান দেন।
সূত্র: টুইটার।
#BREAKING [VIDEOS] Residents in #Myanmar launched their Civil Disobedience movement in the #Coup Day 2 — honking car horns, banging pots and pans showing they are against the #military led government.
Some chanting "Long Live Mother Aung San Suu Kyi"!
More — pic.twitter.com/yM8uUJAJWI— Cape Diamond (@cape_diamond) February 2, 2021
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন