ইন্ডাস্ট্রি খারাপ জায়গা আত্মীয়-স্বজনরা বলেছিল

ইন্ডাস্ট্রি খারাপ জায়গা আত্মীয়-স্বজনরা বলেছিল
MostPlay
অভিনেত্রী কৃতি স্যানন। নিজ যোগ্যতায় বলিউড ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে তার স্ট্রাগল নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।কৃতি স্যানন বলেন, ‘আমি যখন মুম্বাইয়ে এসে সিনেমায় অভিনয়ের চেষ্টা করতে চেয়েছিলাম, তখন আমার আত্মীয়-স্বজন ও বন্ধুরা বলেছিল, ‘মনে হয় না এতে কোনো কাজ হবে, ইন্ডাস্ট্রি খারাপ জায়গা। অনেকেই সেখানে স্ট্রাগল করছে। ঠিক সময়ে বিয়েও হবে না। আমাকে এই ধরনের কথা শুনতে হয়েছে। আরো অনেক কিছু।’ তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে খ্যাতি পেতে শুরু করেন কৃতি। এর সঙ্গে সবার ধারণাও পরিবর্তন হতে থাকে। এই অভিনেত্রী বলেন, ‘আজকে ওই ব্যক্তিরাই আমাকে বলে, তারা আমাকে নিয়ে গর্বিত। আসলে এটিই তাদের প্রকৃত রূপ। অবশ্য শুনে খুবই ভালো লাগে। কখনোই অভিনেত্রী হবো তা ভাবিনি। আমি ইঞ্জিনিয়ার ছিলাম এবং এটির চিন্তা কখনো মাথাতেও আসেনি।’ তারকা সন্তানদের জন্য সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করা সহজ বলে মনে করেন কৃতি। পানিপথ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘যদি তারকা পরিবার থেকে না আসেন তাহলে প্রথম সিনেমা মুক্তির আগেই দ্বিতীয়টি পাবেন না। কিন্তু চলচ্চিত্র পরিবার থেকে আসা অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছে। এছাড়া ম্যাগাজিনের প্রচ্ছদে আসাটাও অনেক কঠিন। এটির জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। যেমন ধরুন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথমবার এসেছি। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম সুযোগ পেতে আমার তিন বছর সময় লেগেছে। তবুও শুধুমাত্র একবার সুযোগ পেয়েছি।’

মন্তব্যসমূহ (০)


Lost Password