মায়ানমারে বিদ্রোহীদের হামলায় ২০ সেনা নিহত

মায়ানমারে বিদ্রোহীদের হামলায় ২০ সেনা নিহত
MostPlay

মায়ানমার সেনাবাহিনী এবং সেদেশের গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা গতকাল দুটি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে ভারত মায়ানমার সীমান্তবর্তী Tamu অঞলে। মায়ানমার আর্মির সৈন্য বহনকারী একটি ট্রাকে এম্বুশ করে বিদ্রোহীরা। এই হামলায় মায়ানমার আর্মি কোন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হওয়ায় গাড়িতে থাকা ২০ জন সেনা সদস্যই বেঘুরে প্রাণ হারায়। ভোর ৬টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

দ্বিতীয় সংঘর্ষ হয়েছে চীন - মায়ানমারের কারেন স্টেটে। দুপুর দেড়টা নাগাদ সংঘর্ষ শুরু হয়ে স্হায়ী হয় তিনটা পর্যন্ত। এই হামলায় অংশ নেয় কারেন বিদ্রোহী গোষ্টির সশস্ত্রশাখা KNLA। একটি অস্হায়ী সামরিক স্হাপনায় হামলা চালায় KNLA। তবে এই অবস্থানে মায়ানমার আর্মির পক্ষ হতে হতাহতের খবর পাওয়া যায়নি। মায়ানমার আর্মি এসময় বিদ্রোহীদের লক্ষ্য করে আর্টিলারি শেল ফায়ার করেছে বলে জানা যায়। তবে বিদ্রোহীরা বলছে মায়ানমার আর্মি সিভিলিয়ানদের বাসাবাড়ি লক্ষ্য করে মুলত আর্টিলারি ফায়ার করেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password